• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের জালালীয়া লতিফিয়া প্রতাবপুর মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী(স:) পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম;
বিশ্বনাথের জালালীয়া লতিফিয়া প্রতাবপুর মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী(স:) পালন
বিশ্বনাথের জালালীয়া লতিফিয়া প্রতাবপুর মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী(স:) পালন

যুক্তরাজ্য প্রবাসী কাজী মাওলানা নাসির উদ্দিনের প্রতিষ্ঠিত  জালালীয়া লতিফিয়া হাফিজিয়া জুনিয়র  ইবতেদায়ী মাদ্রাসা  প্রতাবপুর এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:)উপলক্ষে মোবারক র‌্যালী,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।.

সোমবার(৮ই সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা কমিটির অর্থ সম্পাদক মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গন থেকে ‌শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে  র‌্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে মাদ্রাসায় এসে আলোচনা সভায় মিলিত হয়।.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ ও দোয়া করেন  সৎপুর কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী।.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খরিদিচর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সালেহ আহমদ,অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মো:কামাল উদ্দিন,হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ জামাল আহমদ,রায়পুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নজরুল ইসলাম  হামদর চক পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসনাত,হামদর চক নতুন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির,কুড়িখলা জামে মসজিদের ইমাম মাওলানা জায়েদ খান,টেপিগঞ্জ জামে মসজিদের ইমাম ক্বারী মো:জাকারিয়া,রায়পুর জামে মসজিদের ইমাম হাফিজ আমিনুর ইসলাম।.

এসময় উপিস্থত ছিলেন,মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মাহবুব আলম,সমশির আহমদ, রায়পুর হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক আমিনুল ইসলাম,গ্রামের মুরব্বি উস্তার আলী,তৈয়ব আলী ও প্রমুখ।.

 .

 . .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ